New online business, Continto, Nafees Kausar

নতুন অনলাইন বিজনেসে যে চারটি ভুল বেশি হয়

অনলাইন বিজনেস তো শুরু অনেকেই করে কিন্তু শেষে টিকে থাকে কয়জন? আমাদের চোখের সামনেই কত অনলাইন বিজনেস আসল এবং গেল। কিছু বিজনেস অনেকদিন চলার পর হাওয়া, কিছু ঠিকমত শুরু হওয়ার আগেই পগার পার। এগুলো কেন হয়? এদিকে একদল বলছে অনলাইন ব্যবসায় থেকে লাখ লাখ টাকার সেল এবং একই সময়ে অন্যরা গুটিয়ে নিচ্ছে বিজনেস, আসলে কোনটা বাস্তব? এবং যারা ব্যবসায় গুটিয়ে নিচ্ছে, তার কারণ বা কি? আজকে আমরা লিখব নতুন অনলাইন ব্যবসায় নিয়ে, কারণ অনলাইজন ব্যবসায় এর ক্ষেত্রে প্রথম ৩-৬ মাস অনেক বেশি জরুরী এর মধ্যে যদি একটি ধারাবাহিক ফলাফল না আসে তাহলে অনলাইন ব্যবসায় ধরে রাখে অনেক কঠিন। আজকে জানব নতুন অনলাইন বিজনেস খোলার পর যে চারটি ভুল সবচেয়ে বেশি হয়ে থাকে।

পেইজ খুলে রেখে দেয়াঃ

অনেকেই আছে হুজুগের বসে হুট করে একটা পেইজ খুলে রেখে দেয়, ভাবে প্রোডাক্ট এনে নেই তারপর শুরু করব, বা ঈদের সময়ে শুরু করব ইত্যাদি। একটা ফেসবুক পেইজ খোলার পর যদি মাস খানেক এমনি রেখে দেয়া হয় এটা কখনই পেইজের হেলথ এর জন্য ভাল না। সুতরাং, আপনার প্রোডাক্ট, পোস্ট, টাকা সব কিছু রেডি না হওয়া পর্যন্ত পেইজ খোলার দরকার নেই। পেইজ খুলে সেই পেইজ যদি ইন্যাকটিভ রাখেন এর থেলে পেইজ না থাকা ভাল। সুতরাং একটা পেইজ খুলে রেখে দিবেন না, বরং যখন আপনি পুরদমে ব্যবসায় করতে প্রস্তুত হবেন তখন পেইজ খুলবেন এবং একটিভ থাকবেন, এর আগে না। নতুন পেইজ খুলে রেগুলার পোস্ট দেয়া, অ্যাড রান করা, লাইভ করা ইত্যাদি সব কিছু শুরু করতে হবে। পেইজ খুলে রেখে দিলে হবে না, পেইজ রানিং রাখতে হবে।

পরিকল্পনার অভাবঃ

একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। অর্থাৎ, একটা কাজের পেছনে আপনি যত সময় এবং শ্রম দিবেন সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক অনলাইন বিজনেস থাকে সঠিক পরিকল্পনা ছাড়াই শুরু হয়।

এই পরিকল্পনা যে কোন ধরণের পরকিল্পনাই হতে পারে। ফিনান্সিয়াল প্ল্যানিং, মার্কেটিং প্ল্যানিং, সেলস প্ল্যানিং কিছু ছাড়াই শুরু হয়ে যায় অনলাইন বিজনেস। এভাবে করে হয়ত আজকে থেকে ৭-৮ বছর আগে অনলাইন ব্যবসায় করা সম্ভব হয়েছে কিন্তু বর্তমানে এই প্রতিযোগিতামুলক মার্কেটে কখনই “যা হবে দেখা যাবে”, “অবস্থা বুঝে ব্যবস্থা” এরকম মাইন্ডসেট নিয়ে ব্যবসায় করা যাবে না।

পুরো ব্যবসায়ের পরিকল্পনা সমেত ব্যবসায় নামলে আপনার সফলতা আসার সম্ভবনা বেশি। তাই প্রস্তুতি নিন, শিখুন, জানুন, প্রয়োগ করুন, এবং যেখানে প্রয়োজন সেখানে কোন প্রতিষ্ঠান বা এক্সপার্ট এর পরামর্শ নিন।

শর্টকাট এবং সস্তা খোঁজাঃ

জাতিগতভাবে আমরা সব সময় শর্টকাট ব্যবহার করতে ভালবাসি। অনলাইন বিজনেস করতে এসেও অনেককে দেখেছি একই রকম মানসিতকা নিয়ে কাজ করতে। হুট করে পেইজে লাখ লাখ লাইক লাগবে, আমার ভিডিও ভাইরাল হতে হবে, অন্যের কাস্টমার আমার পেইজে আনতে, দুই মাসের মধ্যেই লাখ টাকার সেল আনতে হবে ইত্যাদি।

এছাড়াও আমাদের মাঝে ব্যবসায়ের টাকা ঢালার পেছনে অনীহা কাজ করে। ভেজাল খেলে যেমন শরীরের ক্ষতি হয়, ভেজাল সার্ভিস নিলে আপনার ব্যবসায়ের ক্ষতি হয়। সার্ভিস নেয়ার ক্ষেত্রে সস্তা খুঁজতে খুঁজতে অনেকেই শিকার হয় প্রতারণার, ভেজাল সার্ভিস এবং অতঃপর পেইজ হারানো, রেস্ট্রিকশন হয়ে যাওয়া, বট লাইক দিয়ে পেইজ ভর্তি হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় পড়তে হয়।

প্রথম থেকেই শর্টকাট এবং সস্তা না খুঁজে যদি প্রপারভাবে আগাতেন তাহলে আসলেই এগিয়ে থাকতেন।

ধৈর্যয়ের অভাবঃ

অনলাইন বিজনেস সহজ না। এখানে বিপুল পরিমাণ প্রতিযোগিতা এবং দিন দিন এটা বাড়বে। এখানে রাতারাতি রেজাল্ট সব সময় আসবে না। বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির “লাখ এবং কোটি টাকার ব্যবসা” এর দাবি পরখ করে দেখবেন। এসব দেখে অনেকের মধ্যে ধারণা চলে আসে যে অনলাইন বিজনেস থেকে দ্রুত টাকা উঠানো সম্ভব। তখন অল্প সময়ে অনেক কিছু লাগবে এই চিন্তায় মন আর ধৈর্যয় রাখতে পারে না।

সিদ্ধান্ত হীনতায় ভোগা, বার বার ডিসিশন চেঞ্জ করা, অস্থির থাকা, সার্ভিস প্রভাইডার দের সময় না দেয়া, তাড়াহুরো করা, দুই দিন পর পর অ্যাড টারগেটিং চেঞ্জ করা, বুস্ট থেকে সেল না আসলে বুস্ট কাজ করে না মনে করা ইত্যাদি করে অপরিপক্ক সিদ্ধান্ত নিয়ে ক্ষতি করে নিজের ব্যবসায় এর।

জানি কথাগুলো শুনতে ভাল লাগে না কিন্তু এটাই সত্যি। গত ৫ বছর ধরে ৬০০+ প্রতিষ্ঠানের সাথে কাজ করে, ১০+ ব্যাচের ট্রেইনিং করিয়ে বাস্তব অভিজ্ঞতার আলকেই যা দেখেছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে।

পুরো লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

নাফিস কাওসার – ফাউন্ডার – Continto

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *