Facebook Boost result

ক্লায়েন্টের জন্য করা বুস্ট এর রেজাল্ট

আমরা বিগত ৫ বছরে বাংলাদেশের মার্কেটে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিয়ে আসছি। ৫০০+ ক্লায়েন্টকে এখন পর্যন্ত সেবা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সব বুস্টে লাখ লাখ সেল এনে দিতে পারব, এ কথা কখনই বলবনা, তবে অনেক ক্লায়েন্ট আমাদের থেকে সার্ভিস নিয়ে ভাল ফলাফল পেয়ে ২-৩ বছর ধরে আমাদের সাথেই কাজ করছে। নিচে আমাদের করা কিছু বুস্ট এর রেজাল্ট তুলে ধরলাম। এগুলো বিগত কয়েক বছরের রেজাল্টের উদাহরণ।

বিস্তারিতঃ আলহামদুলিল্লাহ। ১৪ লাখ, ১৮ লাখ এবং ২৫ লাখ। এভাবেই এই ক্লায়েন্ট এর মান্থলি সেল জেনারেট করেছি আমরা। এই রেজাল্ট লাস্ট মাসের। শুধু ম্যাসেজ ক্যাম্পেইন করেছি এবং টাইম টু টাইম কন্টেন্ট আপডেট করেছি। লম্বা ডিউরেশন এর ক্যাম্পেইন অলঅয়েজ কাজে দিয়েছে এই ক্লায়েন্ট এর জন্য।Nবছর খানেক ধরে যখন কোয়ালিটি অডিয়েন্স তৈরি হয়ে যায় তখন অরগানিকভাবেই সেল আসার সুযোগ বেড়ে যায়। টারগেট করলেও তখন ভাল অডিয়েন্স পাওয়া সহজ হয়। আশা করি ভবিষ্যতে আরও ভাল রেজাল্ট আসবে ইন শা আল্লাহ্‌। ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাড এর সার্ভিস এবং ট্রেইনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।


বিস্তারিতঃ

⚡আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসের মত ক্লায়েন্ট এর সেল আপডেট শেয়ার করছি আপনাদের সাথে। ১৭০ ডলারের মাস ব্যাপী বুস্ট থেকে এই মাসের টোটাল সেল ২ লক্ষ ৭০ হাজার টাকার বেশী। প্রায় দুই বছরের বেশি সময় ধরে এই ক্লায়েন্ট এর সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ।

ফেসবুক, ইন্সটাগ্রাম এ বিভিন্ন রকমের অ্যাড রান করে আমাদের এই ফলাফল। এই প্রোডাক্ট খুবই কম্পেটিটিভ প্রোডাক্ট। এই সময়ে তো আরও বেশী, এর পরেও সেল ধরে রাখতে পেরেছিলাম।

আপনাদের জন্য কিছু টিপসঃ

  • লম্বা সময় ধরে অ্যাড চালাবেন
  • বিভিন্ন ধরণের অ্যাড দিবেন
  • কস্ট পার ম্যাসেজ কম রাখার চেষ্টা করবেন
  • ধৈর্য রাখবেন
  • এবং আমাদের থেকে সার্ভিস নিবেন 😁

ফেসবুক ইন্সটাগ্রাম এ অ্যাড এর সার্ভিস নিতে এবং ট্রেইনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।


বিস্তারিতঃ

আলহামদুলিল্লাহ। ডিসেম্বর সেল আপডেট #২। সাড়া মাস জুড়ে আমরা ২৫০ ডলারের কম বেশী অ্যাড রান করি এবং এখান থেকে মাসে সেল হয় ২ লক্ষ ৮৫ হাজার টাকার মত। এই প্রডাক্ট ক্যাটেগরি অনেক কম্পেটিটিভ। কারণ অনেক বড় বড় প্লেয়ার আছে এবং উঠতি পেইজও আছে। বরাবরের মত এটাও পুরোপুরি ম্যাসেজ ক্যাম্পেইন ছিল। আমার টার্গেট ছিল আরেকটু বেশী সেল এনে দেয়া যেহেতু বাজেট একটু বেশী ছিল, তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও কিছু প্ল্যান করছি এই ক্লায়েন্ট এর জন্য, ইন শা আল্লাহ্‌ আগামী ১-২ মাসের মধ্যে আরও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারব।

ফেসবুক বুস্ট এর সার্ভিস এবং ট্রেইনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।


৪। বিস্তারিতঃ

২৩০ ডলারে সেল হল ৬ লক্ষ টাকার। আলহামদুলিল্লাহ। এই ক্লায়েন্ট এর আপডেট গত মাসেও দিয়েছিলাম এবং এবারও সেল বেড়েছে। সারা মাস জুড়ে বাজেট ছিল ২৩০ ডলারের মত। শুধু ম্যাসেজ ক্যাম্পেইন করেই এই সেল জেনারেট করা হয়েছে। প্রোডাক্টের ইউনিট প্রাইস ছিল ৭০০-১০০০ এর মধ্যে।

১-২টা বুস্ট করিয়ে কখনো বোঝার উপায় নেই একটি প্রতিষ্ঠান কি রকম সার্ভিস দেয়। এই ক্লায়েন্ট এর কাজ করছি প্রায় ৪ মাস ধরে এবং আলহামদুলিল্লাহ প্রতি মাসে বাজেট এবং সেল দুটিই বাড়ছে।

ফেসবুক মার্কেটিং এর যেকোনো সার্ভিস এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের থেকে ফেসবুক মার্কেটিং এর ট্রেইনিং ও নিতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।


৫। বিস্তারিত

⚡আলহামদুলিল্লাহ। ২০ ডলারে ২৪,০০০ হাজার টাকার অর্ডার! এই ক্লায়েন্টের অ্যাড রান করেছিলাম নভেম্বর মাসে। প্রোডাক্টটা একটু ভিন্ন এবং এরকম প্রোডাক্ট এর অ্যাড আমরা প্রথম রান করছিলাম। যেহেতু এটা কোন কনজিউমার গুড না, প্রোডাক্ট এর টার্গেটিংটা অনেক ইম্পরট্যান্ট ছিল। কন্টেন্ট এর ধরণ একদম বেসিক টাইপ ছিল। প্রোডাক্ট যেহেতু ভিন্ন রকম, তাই কন্টেন্ট নিয়ে বেশী এক্সপেরিমেন্ট করার দরকার মনে করিনি। একদম যত সহজভাবে বুঝানো যায় সেটার দিকে খেয়াল রেখেছি। ফার্স্ট টাইম এবং ইউনিক প্রডাক্ট হিসেবে টারগেটিং টু দ্য পয়েন্ট হওয়ার দরকার ছিল, এবং ফলাফল দেখে মনে হচ্ছে অতটাও খারাপ হয়নি, কি বলেন?

ফেসবুক অ্যাড এর সার্ভিস, ট্রেইনিং এবং পেইড কন্সালটেন্সি এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


৬। বিস্তারিতঃ

১০০ ডলার বুস্ট থেকে ১০ দিনে ২ লক্ষ ২০ হাজার টাকার সেল। আলহামদুলিল্লাহ। যারা নভেম্বর ডিসেম্বর মাসে ফেসবুক এর অ্যাড এর রেজাল্ট খারাপ হলে “ফেসবুক আপডেট” এর দোষ দেয় তাদের জন্য সমবেদনা। বড়দিন, থাঙ্কস গিভিং, নিউ ইয়ার এ সকল অকেশনের কারণে কখনো নভেম্বর-জানুয়ায়ি পর্যন্ত ফেসবুক অ্যাড রিলেটেড অ্যালগরিদমে কোন চেঞ্জ আনে না। যারা অ্যাড খারাপ হওয়ার দোষ ফেসবুকের উপর চাপাচ্ছে তারা খেলা পারে না। তবে হ্যাঁ, আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার কারণে অনলাইনে সেল কমে গিয়েছে এবং সেটা সত্য। তবে এখানে ফেসবুক এর আপডেটের কোন সম্পর্ক নেই। যে প্রডাক্ট সেল হওয়ার মত, সঠিক কন্টেন্ট এবং টারগেটিং থাকলে ইন শা আল্লাহ্‌ সেল আসবে, যেমন আমাদের এই ক্লায়েন্টটি।

লম্বা সময় ধরে চারটি ভিন্ন পোস্টে সঠিক টারগেটিং করে অ্যাড রান করে গত ১০ দিনে ২ লক্ষ ২০ হাজার টাকার বেশী সেল জেনারেট হয়েছে। অ্যাডগুলো এখনো চলছে, মাসের শেষে আরেকটা আপডেট দিতে পারব আপনাদের।

অনেকে আমাদের কথা বিশ্বাস করেন না, তাই স্ক্রিনশট দিয়ে দিলাম, প্রয়োজনে ক্লায়েন্ট এর সাথে কথা বলিয়ে দিতে পারব।

ফেসবুক বুস্ট এর সার্ভিস নিতে বা আমাদের থেকে শিখতে আমাদের সাথে যোগাযোগ কর‍তে পারেন।

৭। বিস্তারিতঃ

আলহামদুলিল্লাহ। ১০ ডলার বুস্ট, ৪৪,০০০ টাকার বেশী সেল। এবারের বিষয়টা ভিন্ন, এটা ১-২ বছর ধরে কাজ করা ক্লায়েন্ট এর রেজাল্ট না, একদম নতুন ক্লায়েন্ট। খুব বেশী হলে ২-৩ টা বুস্ট করেছেন আমাদের সাথে বিগত ১-২ মাসের মধ্যে। সম্প্রতি করা বুস্টে আলহামদুলিল্লাহ ভাল রেজাল্ট পেয়েছি। ১০ ডলারের একটি বুস্ট থেকে সেল জেনারেট হয়েছে ৪৪,০০০ টাকার বেশী, ম্যাসেজ এসেছে ১১০+ এবং কস্ট পার ম্যাসেজ ও অনেক কম ছিল, প্রোডাক্টের ইউনিট প্রাইজ এভারেজে ৫০০-৭০০। অ্যাডটা ভাল পারফর্ম করেছে আলহামদুলিল্লাহ, এবং এর জন্যে টারগেটিং এবং প্রোডাক্ট এর ভূমিকা ছিল বলার মত। ইউনিক প্রডাক্ট হলে মন্দার মধ্যেও সেল ধরে রাখা সম্ভব যদি সঠিক টারগেটিং করা যায়। অনেকের শুধু অ্যাড ইন্সাইটের স্ক্রিনশটে এলারজি আছে, তাই ক্লায়েন্ট এর দেয়া ম্যাসেজ এর প্রমানও জুড়ে দিলাম।

এই পোস্ট দেখে ভাববেন না আমাদের সব অ্যাডই এরকম পারফর্মেন্স আনবে, প্রোডাক্ট, কন্টেন্ট, পেইজের কাস্টমার ম্যানেজের অ্যাবিলিটি ইত্যাদির উপরও নির্ভর করে রেজাল্ট কেমন হবে।

নিজের বুস্ট নিজে করে ভাল ফলাফল পেতে সঠিক পদ্ধতি শেখার বিকল্প নেই। বুস্টের সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং ট্রেইনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

৮। বিস্তারিতঃ

⚡️আলহামদুলিল্লাহ। বিগত দেড় মাসে ১৭০ ডলারের বুস্ট থেকে ৫,০০,০০০ লাখের এর বেশী সেল। ম্যাসেজ ক্যাম্পেইন এবং লাইক ক্যাম্পেইনের কম্বিনেশন। ওয়েবসাইট না, শুধু ফেসবুক এবং ইন্সটাগ্রাম থেকেই এই সেল জেনারেট হয়েছে আলহামদুলিল্লাহ। প্রোডাক্ট কি কখনো বলি নাই, বলব না। তবে এখান থেকে তিনটি বিষয় আছে শেখারঃ

১। বুস্ট অফ না করে বিভিন্ন ধরণের ক্যাম্পেইন সারা মাস চালু রাখা উচিত

২। কোন ক্যাম্পেইনে কস্ট পার ম্যাসেজ বেশী আসলে ঘাবড়াবেন না, এটা হতে পারে। বিভিন্ন অডিয়েন্স এ অ্যাড রান করতে থাকেন

৩। অরগানিক পোস্ট প্রতিদিন পেইজে দেয়া যাতে রিচ কমে না যায়।

ফেসবুক বুস্টের সার্ভিস বা ট্রেইনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

৯। বিস্তারিতঃ ঈদ সেল আপডেট। জুন মাসে এই পেইজের টোটাল বুস্ট ছিল ১৩০-১৪০ ডলারের মত। সেখান থেকে সেল হয় ১৪ লক্ষ টাকা। এই পেইজের আপডেট আগেও অনেকবার দিয়েছি, এবার ঈদে আলহামদুলিল্লাহ ভাল রেজাল্ট পেয়েছি। বলে রাখি এটা ঈদ সম্পর্কিত কোন প্রডাক্ট না। ভাবছি ক্লায়েন্টকে বলব বাজেট বাড়ায় আরও বেশী ভারিয়েশন এর অ্যাড দিতে। আশা করি সেইল তখন আরও আসবে। যেসকল ক্লায়েন্ট এর ভাল রেজাল্ট আসে না, তারা কষ্ট পাবেন না, আপনয়ার সময় আসবে। সার্ভিস বা ট্রেইনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন


১০। ৩০০ ডলারে ১৫ লক্ষ টাকার সেল


১১। ⚡️ঈদ আপডেট। এবার দেখলাম অনলাইনের পাশাপাশি যাদের ফিজিক্যাল স্টোর আছে তাদের অফলাইন অনলাইন মিলিয়ে বেটার রেসপন্স এসেছে। গত দুই বছরের তুলনায় এবারের অনলাইন কেনা কাটা আমাদের কাছে একটু কম মনে হয়েছে, কারণটা জানা নেই। তবে এর মাঝেও আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট এর সেল মোটামোটি ধরে রাখতে পেরেছি। যে সকল ক্যাম্পেইনগুলো থেকে ভাল রেজাল্ট এসেছে, তার মাঝে এটি একটি। ১ মাসের বেশী সময় ধরে ৩৩০ ডলারের বুস্ট থেকে সেল এসেছে ২ লাখ ৬০ হাজার টাকার বেশী। ক্যাম্পেইন গুলো ভাল মন্দ মিলিয়ে পারফর্ম করেছে, কোনটা বেশী রেসপন্সে কোনটা কম। ছেলেদের দিয়ে অনলাইনে কেনা কাটা করানো মেয়েদের থেকে কঠিন, তার মাঝে এরকম রেসপন্স আলহামদুলিল্লাহ। তবে আরও বেটার আশা করেছিলাম ❤

১২। বিস্তারিতঃ

✨গত রোজাতেও এই প্রোডাক্টের বাম্পার সেল হয়েছিল আলহামদুলিল্লাহ। ১০ ডলার বুস্টে, কস্ট পার ম্যাসেজ মাত্র ০.০১ সেন্ট এবং সর্বমোট ৭৫০+ ম্যাসেজ। প্রোডাক্টের ইউনিট প্রাইজ অনেক কম এবং টোটাল ৪২,০০০ টাকার সেল হয়েছে ৫ দিনে। গত ঈদে আরও বেশী হয়েছিল যদিও, তারপরও মৌসুমি প্রোডাক্ট হিসেবে খারাপ না, কি বলেন?

ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস এবং ট্রেইনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।


১৩। বিস্তারিতঃ

✨আলহামদুলিল্লাহ। এই ক্লায়েন্ট মান্থলি কাজ না করলেও মাঝে মাঝে আমাদের দিয়ে বুস্ট করিয়ে নেয় এবং আলহামদুলিল্লাহ সব সময়েই খুব ভাল ফলাফল আনতে পেরেছি। প্রোডাক্টটা সিজনাল এবং কাস্টোমাইজড, পেইজের ওউনার নিজের হাতের গুনে প্রোডাক্টগুলো তৈরি করে। রেজাল্টের জন্য আমাদের ক্রেডিট থেকে উনার হাতের কাজের দক্ষতার ক্রেডিট বেশি, আমরা শুধু সহায়ক। টোটাল ১০ ডলারের বুস্ট থেকে ৫ দিনে সেইল হয়েছে প্রায় ২৫,০০০ টাকা, আলহামদুলিল্লাহ।

বুস্টের সার্ভিসের জন্য এবং ট্রেইনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

১৪। বিস্তারিতঃ

⚡️আলহামদুলিল্লাহ। এই ক্লায়েন্ট এর আপডেট আগেও শেয়ার করেছি। ফেব্রুয়ারি মাসে টোটাল ১৪০ ডলারের বুস্ট থেকে সেল হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকার উপরে। এই প্রডাক্ট প্রচণ্ড কম্পেটেটিভ একটা প্রোডাক্ট এবং রেগুলার সেল ধরে রাখা কঠিন। তবুও বিভিন্নভাবে টারগেটিং করে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। মার্চ মাসে টারগেটিং এ নতুন একটি স্ট্র্যাটেজি ফলো করব ভাবছি, এক মাস পর আপনাদের জানাবো কেমন কাজ করল ইন শা আল্লাহ।

আমাদের থেকে সার্ভিস নিতে এবং ডিজিটাল মার্কেটিং ট্রেইনিং নিতে পেইজে যোগাযোগ করুন।


১৫। বিস্তারিতঃ

⚡️আলহামদুলিল্লাহ। কি বিক্রি করছেন সেটাই মূল বিষয় না, কিভাবে বিক্রি করছেন সেটাও অনেক কিছু বদলে দিতে পারে। এই ক্লায়েন্ট এর আমাদের সাথে এটাই প্রথম কাজ, তবে একই রকম প্রোডাক্ট নিয়ে আগেও কাজ করেছি। ১০ ডলারের বুস্ট থেকে এখন পর্যন্ত সেল ২২,০০০ টাকার উপরে মাত্র ৫ দিনে, ইউনিট প্রাইস খুব বেশী না, টোটাল ম্যাসেজ থেকে কনভার্সন রেটের পরিমাণ ও যথেষ্ট।

প্রডাক্ট ইউনিক এবং প্রোডাক্ট প্রেজেন্টেশন ও ইউনিক, সাথে প্রপার টারগেটিং তো আছেই। আশা করি ওনাদের আগামী বুস্ট গুলোও আরও ভাল ফলাফল এনে দিতে পারবে ইন শা আল্লাহ্‌

ফেসবুক মার্কেটিং এর সার্ভিস নিতে বা ট্রেইনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

১৬। বিস্তারিতঃ

⚡️আলহামদুলিল্লাহ! ক্লায়েন্টের সেল আপডেট। আমাদের রেগুলার ক্লায়েন্ট, বছর খানেক ধরে সার্ভিস দিয়ে আসছি, গেল জানুয়ারি মাসে মোটামোটি ১৫০ ডলারের এর কিছু বেশী বুস্ট থেকে শুধু ডিজিটাল থেকে সেইল এসেছে ২৬ লাখ ৫০ হাজার টাকার উপরে। আলহামদুলিল্লাহ। এর আগের বার একটি রেজাল্ট শেয়ার করেছিলাম, সেখানে হয়েছিল ১৭ লাখ এর মত, অনেকে ইনবক্স করে জিজ্ঞাসা করেছে সত্যি বলছি কিনা 🤣 অবশ্যই সত্যি বলছি। সঠিক অডিয়েন্স ধরতে পারলে এবং ধৈর্য সহকারে কাজ করতে থাকলে ইন শা আল্লাহ্‌ ভাল ফলাফল আসবে।

প্রোডাক্ট কি সেটা বলা যাবে না, তবে ড্রেস, জুয়েলারি বা গ্যাজেট না এটা জানিয়ে দিলাম।

সার্ভিস নিতে অথবা আমাদের থেকে ট্রেইনিং নিতে ম্যাসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন ❤

১৭। বিস্তারিতঃ

১৩২$ বুস্টে ১৭ লক্ষ টাকার সেল শুধু ডিসেম্বর মাসেই। আমাদের কাজের শুরু থেকে শুধু ফেসবুক ব্যবহার করে সবচেয়ে বেশী সেল জেনারেট করা ক্যাম্পেইন মনে হয় এখন পর্যন্ত এটাই। কোন আহামরি ক্রিয়েটিভ কন্টেন্ট না, খুব ভাল প্রেজেন্টশন যে, তাও না। প্রোডাক্ট ডিমান্ড, সঠিক টারগেটিং এবং নিয়মিত বিভিন্ন ধরণের পোস্ট করে পেইজটা অ্যাকটিভ রাখার মাধ্যমে আল্লাহর রহমতে এরকম একটি ফলাফল পেয়েছি, সকল প্রশংসা আল্লাহর।

এই পেইজের সাথে কাজ করছি বছর খানেক এবং নিয়মিত কাজ করে আসছি। রেগুলার ক্লায়েন্টদের জন্য অডিয়েন্স তৈরি করার সময় অনেক মনোযোগ এবং পরিশ্রম দেই, একটা ভাল অডিয়েন্স পেলে শুধু ওইটাই বারবার ব্যবহার করার পক্ষপাতি আমি নই। বিভিন্ন ধরণের অডিয়েন্স সাজিয়ে, এক্সপেরিমেন্ট করে, ট্রায়াল এবং এরর করে আপনাকে জ্যাকপট অডিয়েন্সটা খুঁজে বের করতে হবে। নভেম্বরে সেইল হয়েছিল ১০ লক্ষ এর অধিক, ডিসেম্বর এ ১৭ লক্ষ শুধু ফেসবুক থেকে। এখানে কিছু অ্যাড এর স্ক্রিনশট দেয়া হয়েছে। সারা মাস জুড়ে পেইজে অ্যাডের মাধ্যমে ম্যাসেজ এসেছে ১,৮০০+

প্রোডাক্টের ধরণ কি কোনভাবেই বলব না, তাহলে মার্কেট নষ্ট হতে আর সময় লাগবে না, তবে কোন প্রোডাক্ট না সেটা বলে দেই, এটা কোন ড্রেস, কসমেটিক্স বা শীতের কাপড়ের পেইজ না।

আমাদের সার্ভিস নিতে বা আমাদের থেকে ফেসবুক মার্কেটিং শিখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 💁‍♂️

১৮। বিস্তারিতঃ

⚡️আলহামদুলিল্লাহ, মা শা আল্লাহ্‌। এই পেইজের মার্কেটিং এর দায়িত্বে আছি বছর খানেক। এই বছর শেষে প্রচণ্ড কম্পিটিশন এর মধ্যেও অ্যাড থেকে অনেক ভাল ফলাফল এসেছে আলহামদুলিল্লাহ। ছবিতে শুধু অ্যাক্টিভ কিছু অ্যাড দেখা যাচ্ছে। শুধু এই মাসেই ১৬০ ডলার থেকে সেল এসেছে প্রায় ২ লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ। প্রোডাক্ট সম্পর্কে বেশী বলতে পারব না, শুধু বলতে পারব ইউনিসেক্স ক্লদিং আইটেম। অনেক কম্পিটিটিভ প্রোডাক্ট, বড় বড় ব্র্যান্ড এর সাথে পাল্লা দিয়ে অ্যাড পারফর্মেন্স ধরে রাখতে হয়েছে।

অল্প কিছুদিন এক দুইটা অ্যাড দিয়ে বন্ধ করে দিলে বা বুস্টের প্রতি নেগেটিভ মাইন্ডসেট রাখা উচিত নয়। কোয়ালিটি কন্টেন্ট, প্রোডাক্ট এবং ওয়েল রিসার্চড অডিয়েন্স টার্গেট করতে পারলে ব্যবসায় বড় হতে বাধ্য। রানিং অ্যাড গুলোর কিছুতে কস্ট পার ম্যাসেজ কম, কিছুতে অনেক বেশী। কিছু অ্যাড এ অল্প বাজেটে ০.০৪ ডলার, এবং কিছু অ্যাডে তিনগুন বেশী বাজেটে ৪ গুণ বেশী কস্ট পার ম্যাসেজ। সেইল আসছে সব অ্যাড থেকেই। আমি কি বোঝাতে চেয়েছি অনেকেই বুঝে গিয়েছেন, আর না বুঝে থাকলে আমাদের ট্রেইনিং প্রোগ্রাম এ জয়েন করতে পারেন 😃 তখন আপনার বুস্টের রেজাল্ট ও এরকম ভাল আসবে ইন শা আল্লাহ্‌।

১৯। বিস্তারিতঃ

⚡️আলহামদুলিল্লাহ। অনেক প্ল্যানিং করে এই প্রোডাক্টের কন্টেন্টা ডিজাইন করা হয়েছিল। এরকম মৌসুমি এবং অ্যাভেইলএবল প্রোডাক্টে ভাল রেজাল্ট আনা টাফ। তবে ৪০ ডলার খরচে ৬৮২ ম্যাসেজ এসেছে এবং সেইল হয়েছে প্রায় ২০,০০০ এর কাছাকাছি। যে পরিমাণ ম্যাসেজ এসেছে সেই তুলনায় এখন পর্যন্ত সেইল কম, কিন্তু পার ইউনিট প্রাইজ হিসেব করলে বেশ ভাল রেজাল্ট এসেছে বলা যায়। যে ম্যাসেজগুলো এসেছে সেগুলো ফলো আপ করে এবং লম্বা সময় ধরে ক্যাম্পেইন চালিয়ে গেলে আরও সেইল আসবে ইন শা আল্লাহ্‌।

আমাদের যে সকল ক্লায়েন্ট আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না, এই পোস্ট দেখে ব্যথিত হবেন না, আপনা টাইম আয়েগা।

২০। বিস্তারিতঃ ⚡️আলহামদুলিল্লাহ। ঈদের মধ্যে একটা ভাল ক্যাম্পেইন করা বেশ কঠিন। কিছু পেইজের ক্যাম্পেইন আছে যার রেজাল্ট সন্তুষ্টজনক না, আবার এরকম ক্যাম্পেইনও আছে যেখানে ১০ ডলারের বুস্ট এবং একই সাথে ২ জন ইনফ্লুয়েন্সার এর সাথে পি আর করে ৫ দিনে ৭৮+ অর্ডার এবং ১ লক্ষ ২৫ হাজার টাকার সেল জেনারেট হয়। পেইজটির সাথে কাজ করছি প্রায় দুই বছরের বেশী সময় ধরে। শুরু থেকেই টারগেটিং, প্রোডাক্ট কোয়ালিটি এবং ফটোগ্রাফি ছিল অ্যাবোভ এভারেজ। আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌ কবুল করেছেন ❤

২১। বিস্তারিতঃ ⚡️ঈদের জন্য এই প্রোডাক্ট না, তাও এখন পর্যন্ত এই হচ্ছে ফলাফল। শেষ খবর পাওয়া পর্যন্ত সেলের পরিমাণ ২৫,০০০+ আর কিছু বলব না। আলহামদুলিল্লাহ ❤

২২। বিস্তারিতঃ

⚡️এটা হচ্ছে ঝোপ বুঝে কোপ দেয়ার একটি উদাহরণ। ১০ ডলারে টোটাল ৪৩,০০০ টাকার বেশী সেল। না ভাই, এটা জামা না, শাড়ি না, জুতাও না এবং জুয়েলারিও না। একদম ইউনিক এবং সিজনাল একটি প্রোডাক্ট। এরকম প্রোডাক্ট নিয়ে আগে কাজ করিনি, তাই অডিয়েন্স তৈরি, কন্টেন্ট এবং ক্রিয়েটিভ নতুন করে করতে হয়েছে। প্রোডাক্টের ইউনিকনেস আমাদের কাজ সহজ করে দিয়েছে। এই পেইজের সাথে কাজ করি প্রায় ৭ মাস এর বেশী সময়, সব সময় কম বেশী ভাল রেজাল্ট আসে, এবার ফাইনালি আলহামদুলিল্লাহ সুপার হিট।

আপনার ফেসবুক পেইজ বুস্ট করতে বা ফেসবুক মার্কেটিং এর ট্রেইনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

২৩। বিস্তারিতঃ

সঠিক অডিয়েন্স টার্গেট করতে না পারলে ফেসবুককে দোষ দিবেন না প্লিজ। আজকে একটা ইন্টেরেস্টিং বিষয় শেয়ার করব। এখানে আমাদের একজন ক্লায়েন্টের নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকল অ্যাড এর রেজাল্ট আছে। প্রায় সবগুলো ক্যাম্পেইনের কস্ট পার ম্যাসেজ .০৫ থেকে .০৮ এর ভেতরে। নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অকেশন, নিউ ইয়ার, ফেসবুক এর ডিটেইল টারগেটিং অপশন রিমুভ সহ নানান ঝড় গিয়েছে কিন্তু এই অ্যাড এর রেজাল্ট এবং এর থেকে সেল এর তেমন কোন পরিবর্তন হয়নি আলহামদুলিল্লাহ।

ক্রিয়েটিভ এবং কন্টেন্ট ছিল একদম এভারেজ, বাজেট ও খুব বেশী নয় এবং প্রত্যেকটা টার্গেটিং হয়েছে কোল্ড অডিয়েন্সকে কেন্দ্র করে, সোজা ভাষায় একদম নতুন অডিয়েন্স এর কাছে অ্যাড গিয়েছে। জায়গা মত টার্গেট হওয়ার কারণে ম্যাসেজও এসেছে, বিক্রি ও হয়েছে।

এখন আরেকটা বিষয় বলি, আমাদের আরেকজন ক্লায়েন্ট এর ক্ষেত্রে ঘটেছে উলটো, এক মাসের মধ্যে আগের .০৬ থেকে এখন কস্ট পার ম্যাসেজ হয়ে গিয়েছে .১২। কারণ হিসেবে আমার ধারণা, টার্গেট অডিয়েন্স ছিল আইফোন ব্যবহারকারীরা। তবে আমি নিশ্চিত ট্রায়াল এন্ড এরর এর মাধ্যমে হলেও .১২ থেকে .০৬ এ ফেরত আসা সম্ভব যেটা এই ছবি তে দেয়া ক্লায়েন্ট এর সাথে হয়েছিল। জানুয়ারি মাসে কষ্ট পার ম্যাসেজ .১৫ থেকে এখন আবার .০৬ এ চলে এসেছে। কারণ, ফেসবুকের আপডেট এর দোহাই দিয়ে বসে থাকলে হবে না, ক্লায়েন্ট এবং সার্ভিস প্রভাইডার উভয়কেই ট্রায়াল এন্ড এরর করার মানসিকতা রাখতে হবে। আগামী সপ্তাহেই কস্ট পার ম্যাসেজ বেড়ে যাওয়া ক্লায়েন্ট এর ক্যাম্পেইন শুরু হবে, দেখা যাক খেলা কেমন জমে। আল্লাহ্‌ ভরসা ❤

ছবির অ্যাড কোন ধরণের প্রোডাক্টের ছিল জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না 🤪 নাম বললে চাকরি থাকবে না 😅

২৪। বিস্তারিতঃ

⚡ ১২,০০০+ টাকার অর্ডার, বিনিয়োগ মাত্র ১০ ডলার। আলহামদুলিল্লাহ! অনেক পেইজ যখন একই রকম প্রোডাক্ট নিয়ে ভাল রেজাল্ট আনতে বেগ পাচ্ছে, সেখানে একটু ইউনিক প্রোডাক্ট এবং ভাল কোয়ালিটি হলেই ফেসবুক বুস্ট থেকে ভাল রেসপন্স পাওয়া সম্ভব। এর একটি উদাহরণ এই পেইজটি। আগে অন্যান্য সার্ভিস প্রভাইডার দিয়ে বুস্ট করিয়ে আপুর আগের পেইজটি রেস্ট্রিক্টেড করে দেয়। আপুর জন্য আমরা নতুন প্রোফাইল, নতুন পেইজ, লোগো, পেইজ সেটাপ, অপটিমাইজেশন সব করে দেই। আর বুস্ট করি মাত্র ১০ ডলারের, ৫ ডলার এর টারগেটেড লাইক ক্যাম্পেইন এবং ৫ ডলারের ম্যাসেজ ক্যাম্পেইন।

তবে এটার অডিয়েন্স টার্গেট করতে গিয়ে অনেক ভেবেছি। একদম নতুন পেইজ থেলে সেল জেনারেট করা খুব খুব কঠিন। অনেক ভাবনা চিন্তা করে একটি সম্পূর্ণ নতুন অডিয়েন্স টার্গেট করি। আপুর হাতের কাজ মাশা আল্লাহ ভাল হওয়ায় আমাদের কাজ সহজ হয়ে যায়।

৫ ডলারের ম্যাসেজ ক্যাম্পেইন থেকে ৫ দিনে ম্যাসেজ আসে ১৩৪ টি। আর বাকি ৫ ডলারে লাইক আসে ৪২৬ টি টোটাল রিচ ১০,০০০+। বুস্ট শেষে টোটাল অর্ডার ১২,০০০ টাকার বেশী। প্রোডাক্ট হচ্ছে ইউনিক হ্যান্ড মেইড ক্রাফট প্রোডাক্ট।

যে সকল ক্লায়েন্ট আমাদের থেকে ভাল রেস্পন্স পান না, তারা মন খারাপ করবেন না, আমরা চেষ্টার কোন ত্রুটি করি না, কোন একটা কারণে জাস্ট ব্যাটে বলে মেলে না।

যাই হোক, Continto হতে পারে আপনার অনলাইন ব্যবসায়কে বড় করার সহায়ক। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

২৫। বিস্তারিতঃ

✨আলহামদুলিল্লাহ। ৪ ডলারে ১০,০০০ টাকার উপর অর্ডার মাত্র ১ দিনে! ছেলেদের ক্লদিং আইটেমে সেল পাওয়া আমার কাছে সব সময় বেশ কঠিন মনে হয়েছে। অবশেষে তাক লাগানোর মত একটি রেজাল্ট পেলাম। অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি, টাইমিং এবং পেইজে সেলিং কন্টেন্টের পাশাপাশি এঙ্গেজিং কন্টেন্ট এর সমন্বয়েই এরকম ফলাফল সম্ভব। ক্রেডিট সকলের।

৪ ডলারে ৫৬+ ম্যাসেজ। ১০,০০০ টাকার উপর অর্ডার ১ দিনে। এভারেজ প্রোডাক্ট প্রাইস এভারেজে ৫০০-৬০০। পিকচার আভি বাকি হ্যায়। যে সকল ক্লায়েন্টদের রেসপন্স এখনো এরকম আসে নি, একদিন আসবে ইন শা আল্লাহ।

Continto হতে পারে আপনার অনলাইন ব্যবসায়কে বড় করার সহায়ক। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

২৬। বিস্তারিতঃ

⚡আলহামদুলিল্লাহ, new achievement! গত দুইটি বুস্ট মিলিয়ে টোটাল সেইল ৬৫,০০০ টাকার ওপর, ইউনিট বিক্রয় হয়েছে ৬৫+, লাস্ট বুস্ট ছিল মাত্র ৩,০০০ টাকার মত, সেখান থেকে টোটাল সেইল ২৫,০০০+, ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম রেসপন্স কেমন, ক্লায়েন্ট বলে “ষ্টক আউট”। আহ মধু মধু। প্রোডাক্ট হচ্ছে Authentic and High End mobile phone gadgets.

Continto হতে পারে আপনার ব্যবসায়কে বড় করার সহায়ক, যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।

২৭। বিস্তারিতঃ

⚡ ৪ ডলারে সোল্ড আউট। প্রোডাক্টের ধরণ – ফিমেল ক্লদিং আইটেম। আমার করা সবচেয়ে ভাল ম্যাসেজ ক্যাম্পেইন মনে হচ্ছে এটাই। মাত্র ৪.৮৫ ডলারে সর্বমোট ম্যাসেজ ৪১৩ টা। কস্ট পার ম্যাসেজ ০.০১ (!)। ইউনিক প্রোডাক্ট, সুন্দর পরিবেশন এবং স্পট অন টার্গেটিং এর কম্বিনেশন আনতে পারে ভাল ফলাফল, আলহামদুলিল্লাহ।

 

সিমিলার প্রোডাক্টের আরেকটা ক্যাম্পেইন চলছে .০৩ কস্ট পার ম্যাসেজে। সব মিলিয়ে টোটাল বিক্রয় ৩০+ ইউনিট। প্রোডাক্টের এভারেজ দাম ২,০০০ টাকা। অর্ডার আরও আসুক ইন শা আল্লাহ্‌, দোয়া থাকল। ইস! সব ক্যাম্পেইন যদি এরকম হত 🙁 Continto হতে পারে আপনার অনলাইন ব্যবসায়কে বড় করার সহায়ক। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।

২৮। বিস্তারিতঃ

⚡৭ দিনে ৪৫+ ইউনিট সোল্ড আউট! প্রোডাক্ট এর ধরণ – Baby Products, টোটাল খরচ ২০ ডলার, ইউনিট বিক্রয় হয়েছে ৪৫+ এবং প্রত্যেক ম্যাসেজের জন্য খরচ হয়েছে মাত্র ০.০৮। অডিয়েন্স টার্গেট নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে প্রথম ৩ দিন রেসপন্স আনতে পারিনি, রেজাল্ট দেখে অডিয়েন্স আপডেট করে দেয়ার পর আলহামদুলিল্লাহ। ক্লায়েন্ট খুশ, তো হাম ভি খুশ ❤ ইশ! যদি সব ক্যাম্পেইনে এরকম রেজাল্ট আসত 💁

Continto হতে পারে আপনার ব্যবসায়কে বড় করার সহায়ক, যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।

উপরের প্রায় ২৭ ধরণের প্রোডাক্টের অ্যাডের রেজাল্ট আপনাদের সাথে তুলে ধরলাম। বলে রাখি, একটা দুইতা বুস্ট থেকেই যে একবারে এরকম রেজাল্ট চলে আসবে এটার কোন গ্যারান্টি নেই, তবে ইন শা আল্লাহ্‌ ধৈর্যয় ধরে কাজ করার সময় দিলে আপনারা নিরাশ হবেন না।

আমাদের সার্ভিস নিতে আমাদের পেইজে ম্যাসেজ দিন অথবা এখানে ক্লিক করুন