facebook ads 2

ফেসবুক অ্যাড থেকে ভাল ফলাফল কিভাবে আনবেন?

ফেসবুক অ্যালগরিদম এবং মেয়েদের মন, এদের বুঝতে পারা অনেক কঠিন। মেয়েদের কথা যখন বললাম, একটু ছেলেদের কথাও বলি। ফেসবুক অ্যালগরিদম এবং হাসবেন্ড এর মধ্যে কি মিল জানেন? যেকোনো কিছুর দোষ এদের উপর অনায়াসে চাপিয়ে দেয়া যায়। তবে হ্যা, কেউ ধোয়া তুলসি পাতা না। এক হাতে তালি বাজে না। আপনাদের মনোযোগ যেহেতু পেয়েছি, এখন কাজের কথা বলি। যারা ফেসবুকে নিজেরা অ্যাড দিচ্ছেন অথবা কোন সার্ভিস প্রভাইডারের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, এই লেখা তাদের জন্য। আগেও বলেছি, আবারও বলব, আমার লেখা ফেসবুক এবং ইন্সটাগ্রাম ভিত্তিক ছোট এবং মাঝারি ব্যবসায়ের জন্য বেশী প্রযোজ্য।
আমরা আজকে কিভাবে ভাল অডিয়েন্স তৈরি করতে হয় সেটা বলব না, এর থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার অ্যাড এর স্ট্র্যাটেজি। অর্থাৎ প্র্যাক্টিকালি অ্যাড শুরু করার আগে আপনি আগে অ্যাড এর স্ট্র্যাটেজি তৈরি করবেন। আপনার স্ট্র্যাটেজি যত বুলেট প্রুফ হবে, আপনার অ্যাড থেকে ভাল ফলাফল আসার সম্ভাবনা ততো বেশী হবে।
আপনার অ্যাড স্ট্র্যাটেজি তে কি কি থাকতে পারেঃ
১। আপনার টার্গেট – কোন প্রোডাক্ট বিক্রয় করতে চান, কি পরিমাণ বিক্রয় করতে চান, কবের মধ্যে স্টক শেষ করতে চান ইত্যাদি।
২। কাদেরকে অ্যাড দেখাবেন – কাস্টমার সেগমেন্ট বা পারসোনা
৩। কি ধরণের অ্যাড দেখাবেন – বিভিন্ন ধরনের অ্যড অব্জেক্টিভ থেকে কোন ধরণের অ্যাড চালাবেন সেটা
৪। অ্যাড এর পেছনে টোটাল কত বাজেট রাখবেন
৫। অ্যাড এ কি দেখাবেন – ছবি, ভিডিও, ক্যারাওসেল ইত্যাদি
অ্যাড শুরু করার আগে এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি ঠিক করে নিবেন। একটা কথা আছে, “Failing to Plan is Planning to Fail” অর্থাৎ পরিকল্পনা করতে ব্যর্থ হওয়া, ব্যর্থতার পরিকল্পনা করার মতই। তাই অ্যাড শুরু করার আগে আপনার এই পরিকল্পনা তৈরি করুন। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এখন ৪টি বিষয় আলোচনা করব যা আপানাদেরকে ফেসবুক অ্যাড থেকে ভাল ফলাফল আনতে সাহায্য করবে ইন শা আল্লাহ্‌।
১। একসাথে অনেকগুলো অ্যাড চালানঃ আমরা দেখেছি, কোন পেইজে একসাথে অনেকগুলো অ্যাড রানিং থাকলে অভারল একটি ভাল রেসপন্স আসে। একাধিক ম্যাসেজ ক্যাম্পেইন, সাথে লাইক ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইত্যাদির একটা ব্লেণ্ড করে অ্যাড রান করলে পেইজের রিচ, এঙ্গেজমেন্ট এবং অভারল রেসপন্স অনেক ভাল আসে। তাই চেষ্টা করবেন আপনার বাজেটকে বিভিন্ন ধরণের অ্যাডের পেছনে একসাথে খরচ করতে। প্রডাক্টভেদে কোন ধরনের অ্যাড দেখাবেন সেটা ভিন্ন হতে পারে, তবে একটা অ্যাড এর থেকে একাধিক অ্যাড চালালে ফলাফল ভাল আসে। টার্গেটিং এর ক্ষেত্রে আপনি চাইলে ভিন্ন ভিন্ন কন্টেন্ট এক টারগেট অডিয়েন্সকে দেখাতে পারেন, বা একটু মডিফাই করে নিতে পারেন।
২। লম্বা সময় ধরে অ্যাড রান করবেনঃ ফেসবুক অ্যাড এর লার্নিং ফেইজ নামে একটি বিষয় আছে। এই সময়টায় অ্যাডটা পারফর্মেন্স এর উপর ভিত্তি করে শিখতে থাকে কোন ধরণের অডিয়েন্স এর কাছে অ্যাড দেখালে ফলাফল ভাল আসবে। অ্যাড যত লম্বা সময় ধরে চলবে, ফেসবুক আরটিফিশিয়াল ইন্টেলিজেন্স ততো ভাল অডিয়েন্সের ধরণটা বুঝতে পারবে। নুন্যতম ৫-৭ দিন ধরে অ্যাড না চললে ভাল ফলাফল আশা করা ঠিক হবে না। তাই টি-২০ না খেলে, টেস্ট খেলুন।
৩। যত দোষ নন্দ ঘোষঃ অ্যাড ভাল পারফর্ম না করলেই ফেসবুককে দোষ দেয়া যাবে না। টার্গেট ভাল হলেও অ্যাড এর ক্রিয়েটিভ অর্থাৎ ছবি/ভিডিও এবং লেখা মান সম্মত না হলে অ্যাড থেকে ভাল রেজাল্ট আসবে না। ওয়েবসাইট এর ইউজার এক্সপেরিয়েন্স দাত ভাঙা হলে পকেটে টাকা আসবে না। তাই অ্যাড থেকে ভাল ফলাফল পেতে হলে সবগুলো বিষয়ের দিকেই সমান মনোযোগ দিতে হবে।
৪। ফলো ওয়াট ওয়ার্কসঃ কোন ধরণের টার্গেট অডিয়েন্স বা একটি নির্দিষ্ট পোস্ট থেকে যদি ভাল ফলাফল পান, তাহলে বেশী না বুঝে সেটা বার বার ফলো করুন। সেইম স্টাইল এবং সেইম ফরম্যাট ব্যবহার করুন। যতদিন পর্যন্ত ভাল পারফর্মেন্স পাবেন, চুপ চাপ সেটা ফলো করে যান। পারফর্মেন্স ক্রমাগত খারাপ হতে থাকলে এরপর আবার বিষয়টা রিথিঙ্ক করতে পারেন।
আপনার ফেসবুক পেইজে নেক্সট অ্যাড দেয়ার আগে উপরের বিষয়গুলো ভাবুন এবং এর আলোকে প্ল্যান করে আগানোর চেষ্টা করুন। আশা করি ভাল ফলাফল পাবেন।
restricted

ফেসবুক পেইজ রেস্ট্রিক্টেড – কারণ এবং করনীয়

ফেসবুক পেইজ রেস্ট্রিক্টেড হয়ে গেলে এরকম একটি নটিফিকেশন আসে “Your Page Has Been Restricted from Using Some Facebook Features” or “Your Page Has Been Restricted from Advertising” এই নটিফিকেশন আসার অর্থ হচ্ছে আপনার ফেসবুক পেইজ ব্যবহার করে আপনি সব করতে পারবেন, কিন্তু কোন অ্যাড বা বিজ্ঞাপন দিতে পারবেন না। আপনার পেইজ ব্যবহার করে বুস্ট করা, অ্যাড রান করা ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরপ হওয়াই হচ্ছে ফেসবুক পেইজ রেস্ট্রিকশন। আসুন আগে জানি কি কি কারণে পেইজ রেস্ট্রিক্টেড হতে পারে।
১। ঘন ঘন অ্যাড রিজেক্ট হলে
২। ফেসবুক এর বিল বাকি থাকলে
৩। কুপন ব্যবহার করে বুস্ট করে পেমেন্ট বাকি রাখলে
৪। ফেসবুক অ্যাড পলিসি এর ভায়োলেশন হলে
৫। এমন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করানো যার ইতিহাস ভাল না
৬। পেইজে ফলোয়ার বাড়াতে “লাইক ফর লাইক” জাতীয় থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করলে
৭। ফেসবুক পেইজের অ্যাডমিন প্যানেলে অতিরিক্ত ফেইক অ্যাকাউন্ট থাকলে
আমাদের দেশের পেইজগুলো মূলত এই সকল কারণেই রেস্ট্রিক্টেড হয়ে থাকে। আসুন জেনে নেই পেইজ রেস্ট্রিক্টেড হয়ে গেলে কি করা উচিত।
পেইজের রেস্ট্রিকশন এর দুইটি ধাপ আছে। প্রথম ধাপে ফেসবুক আপনাকে “রিকুয়েস্ট রিভিউ” এর অপশন দিবে। রিকুয়েস্ট রিভিউ এর সকল ধাপ ঠিক থাকলে পেইজ আবার নরমাল হয়ে যাবে, আর যদি তা না হয় সেক্ষেত্রে আপনার ফেসবুক পেইজ পারমানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে।
“রিকুয়েস্ট রিভিউ” এর ক্ষেত্রে যে বিষয়গুলো মাথাউ রাখতে হবেঃ
১। এখানে ফেসবুক পেইজের অ্যাডমিন এর পার্সোনাল প্রোফাইল এর সত্যতা যাচাই করা হয় “আইডেন্টিটি কনফারমেশন” এর মাধ্যমে।
২। ফেসবুক পেইজের অ্যাডমিনকে তার রিয়েল প্রোফাইল দিয়ে একটি ভ্যালিড ফটো আইডি সাবমিট করতে হবে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আই ডি কার্ড হলে ভাল
৩। যে ডকুমেন্ট সাবমিট করবেন সেটার সাথে আপনার ফেসবুক প্রোফাইলের নাম, জন্ম তারিখ এবং ছবি যেন মিল থাকে। প্রোফাইলের সাথে ডকুমেন্ট এর নাম না মিললে প্রসেস টা ফেইল হবে এবং পেইজ ফেরত আসবে না। তাই যথাযথভাবে ডকুমেন্ট সাবমিট করতে হবে
৪। ডকুমেন্ট সাবমিট করার পর অপেক্ষা করতে হবে। ফেসবুক কখনো বেশী সময় নয়, কখনো কম। দেরি হলে বার বার ডকুমেন্ট সাবমিট করা যাবে না, তাহলে প্রসেস আরও লম্বা হবে
৫। আপনার পেইজের যদি বিল ডিউ থাকে সেটা আগে পরিশোধ করবেন তারপর ডকুমেন্ট সাবমিট করবেন।
৬। তবে, আপনার পেইজের ভায়োলেশন যদি অতিরিক্ত হয়, তাহলে ডকুমেন্ট ঠিক থাকলেও ফেসবুক চাইলে আপনার পেইজ পারমানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আর যে পেইজ একবার পারমানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেটা কোন ভাবেই ফেরত আনা সম্ভব না। যারা অর্থের বিনিময়ে ফেরত এনে দেয়ার প্রলোভন দেখাবে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। পারমানেন্টলি রেস্ট্রিক্টেড পেইজ এর অ্যাডভারটাইজিং অ্যাক্সেস শুধু মার্ক জুকারবার্গ আপনার ঘনিষ্ঠ বন্ধু হলে ফেরত আনা সম্ভব, এছাড়া সম্ভব নয়। 😆
যদি পেইজ রেস্ট্রিকেড হয়ে থাকে তাহলে উপরের পদ্ধতিতে আপিল করতে পারবেন, এবং এখন পর্যন্ত এই সমস্যায় না পরে থাকলে যে বিষয়গুলো মেনে চলার মাধ্যমে পেজ নিরাপদ রাখা সম্ভব, সেগুলো মেনে চলতে হবে।